অশান্ত মেঘনা তীর: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০
- আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
নতুন বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
ভোলা শহরে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই জেলা বিএনপি ও বিজেপি নিজ নিজ কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছিল। দুপুর ১২টার দিকে বিজেপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন বাজার থেকে মিছিল নিয়ে সদর রোড ও চকবাজার ঘুরে কার্যালয়ের সামনে সমাবেশ করেন। একই সময় মহাজনপট্টিতে বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি নতুন বাজার পৌর ভবনের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয় দলের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ৪৫ জনকে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ বিজেপি কর্মীরা ইটপাটকেল ছুড়ে হামলা চালায়।” অপরদিকে বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “বিএনপির মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়, এতে আমাদের বহু কর্মী আহত হয়েছেন।”
ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, “এখন পর্যন্ত উভয় দলের ৪৫ জন চিকিৎসা নিয়েছেন, বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।”
ভোলা মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, সংঘর্ষের পর নতুন বাজার এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি আপাতত স্বাভাবিক।









