অর্জনগুলো যাতে নস্যাৎ না হয় জনগণকে সজাগ থাকতে হবে: শেখ হাসিনা
- আপডেট সময় : ০৮:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা জানাতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের অর্জনগুলো নস্যাৎ করতে দেশি ও আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র হচ্ছে। জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে বা জাতির পিতাকে হত্যা করেছে; জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে একটা গভীর ষড়যন্ত্র চলতেই থাকবে। যেন আমাদের অর্জনগুলো নস্যাৎ হয়ে যায়। এ ব্যাপারে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা বাংলাদেশের মানুষের কল্যাণের চিন্তা করে। বাকিগুলো লুটেরার দল। তারা এদেশের মানুষের কল্যাণের চিন্তা করে না। সে কথা মাথায় রেখে ওই সন্ত্রাসী খুনি ও যুদ্ধাপরাধীদের দল যেন আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে নজর দেওয়ার অনুরোধ জানাই।




















