‘অপ্রতিদ্বন্দ্বি বাচিক শিল্পী’ মিতালী
- আপডেট সময় : ০১:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ২২০ বার পড়া হয়েছে
অনিরুদ্ধ
তার কবিতা আবৃত্তি শুনে থমকে দাড়াতে হয়। শেষ না হওয়া অব্দি পা সরে না। অসাধারণ তার আবৃত্তি। যা শুনে মুগ্ধ হন হাজারো দর্শক-শ্রোতা। রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি কবিতার আবৃত্তি শুনেই শিল্পীর সঙ্গে আলাপ। আচার-আচরণে শতভাগ শিল্পী মনের এই মানুষটি অত্যন্ত বিনয়ী। যা কিনা একজন শিল্পীর সবচেয়ে বড় গুণ হিসাবে বিবেচনা করে থাকেন শিল্পবোদ্ধারা।
https://www.facebook.com/mitali.mukherjee.52056/videos/731001861834659
অগণন পাঠকের হৃদয় জয় করার পথে চারণ বাউলের মতো হেটে চলেছেন মিতালী। জানালেন, কবিতার সঙ্গে তার পরিচয় সেই শৈশব থেকেই। বাড়ির পরিবেশ আমাকে টেনে নেয় সাহিত্যের বৈঠকে। কিন্তু আমার পছন্দ আবৃত্তি। তাই সেই পথে হাটা শুরু। তাওতো অনেকটা বছর। তবে হৈ হুল্লুর নয়, আপন মনে কঠিন অনুশীন করে চলেছেন মিতালী। তার আপন ভুপনে তিনিই বাসিন্দা।
শৈশবে পথের ধারে বাউল-বৈরাগীর একতারার সুর শুনে ছুটে যেতেন মন্ত্রমুগ্ধের মতো। অপলক তাকিয়ে থাকতেন আর উদাস বাউলের সুরে সঙ্গে হারিয়ে যেতেন। গান থামলে সম্বিত ফিরে পেতেন মিতালী।
মা-বাবা মেয়েকে তার মতো এগিয়ে যেতে সব রকমের সহযোগিতা করলেন। তাদের মর্যাদা রাখতে পেরেছেন মিতালী। গুরুজনদের আর্শিবাদ মাথায় নিয়ে দীপ্ত পদক্ষেপে সামনে এগিয়েছেন। এক এক করে বাচিক শিল্পের পরতে পরতে বিরচণ তার।

এখন কলকাতা ও আশপাশের অঞ্চলের নানা আয়োজন মঞ্চে সরব উপস্থিতি রয়েছে মিতালী মুখার্জির। বাধাহীন তার কবিতা আবৃত্তি। যেখানেই পা রাখছেন, সেখানেই মুগ্ধ দর্শক। মানুষের ভালোবাসা পেয়েছেন। যা কিনা আরও দায়িত্বশীল করে তুলেছে এই বাচিক শিল্পীকে।
আগামী দিনে বাচিক শিল্পের প্রসারে নিজেকে নিবেদীত করবেন এই স্বপ্নে বিভোর ‘অপ্রতিদ্বন্দ্বি আবৃত্তি শিল্পী’ মিতালী মুখার্জি।




















