অপমানবোধ করছেন, ভোটের পর পদ ছাড়তে চান রাষ্ট্রপতি: রয়টার্স
- আপডেট সময় : ০৮:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
২৬-এর ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সকে দেওয়া এক ওয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে তিনি অপমানবোধ করছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও কার্যনির্বাহী ক্ষমতা প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের হাতে থাকায় তার ভূমিকা এখন মূলত আনুষ্ঠানিক হয়ে দাঁড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে চলে যাওয়ার পর রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অবস্থান হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদ ভেঙে দেওয়ার পর তিনি ছিলেন দেশের সর্বশেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।
৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদে পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন শেষ হলেই তিনি বিদায় নিতে চান।
রাষ্ট্রপতি বলেন, আমি বিদায় নিতে আগ্রহী। এখান থেকে চলে যেতে চাই। নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতেই হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এখনো এই পদে আছি।



















