ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৬-এর নির্বাচনে প্রার্থিতার দৌড়ে ছাত্রদলের শীর্ষ নেতারা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

২৬-এর নির্বাচনে প্রার্থিতার দৌড়ে ছাত্রদলের শীর্ষ নেতারা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের বর্তমান ও সাবেক শীর্ষ নেতাদের মধ্যে প্রার্থিতার দৌড় শুরু হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সভাপতি পদে থাকা অন্তত ১৫ জন নেতা এবার দলীয় মনোনয়ন চাইবেন। ইতোমধ্যে তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে নেমে পড়েছেন।

১৯৮৫ থেকে ১৯৮৬ পর্যন্ত ছাত্রদলের সভাপতি ছিলেন শামসুজ্জামান দুদু। তিনি এবার চুয়াডাঙ্গা-১ আসন থেকে প্রার্থী হবেন। ১৯৮৭-৯০ মেয়াদে সভাপতি থাকা ড. আসাদুজ্জামান রিপন মুন্সীগঞ্জ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলাকাবাসীর নানা সমস্যা সমাধানে সক্রিয় থেকে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আহ্বায়ক ছিলেন আমানউল্লাহ আমান। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের এই নেতা এবারও প্রার্থী হচ্ছেন। ১৯৯২ সালে নির্বাচিত সভাপতি রুহুল কবির রিজভী আহমেদ রাজশাহী-২ অথবা ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন।

১৯৯৩-৯৬ মেয়াদের সভাপতি ফজলুল হক মিলন গাজীপুর-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন।

মুন্সীগঞ্জ-১ থেকে মীর সরফত আলী সপু, ঢাকা-৯ থেকে হাবীব উন নবী খান সোহেল, খুলনা-৩ থেকে রকিবুল ইসলাম বকুল এবং ঝিনাইদহ-৪ থেকে সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী হবেন। মাদারীপুর-২ থেকে মনোনয়ন চাইবেন সাবেক সহসভাপতি হেলেন জেরিন খান।

২০০৩-০৪ মেয়াদের সভাপতি আজিজুল বারী হেলাল খুলনা-৪, আর কৃষিবিদ শামীমুর রহমান শামীম বাগেরহাট থেকে প্রার্থী হতে চান। ২০০৯-২০১২ মেয়াদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০১২-২০১৫ মেয়াদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল নরসিংদী-৪ থেকে প্রার্থী হচ্ছেন। একই কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান নরসিংদী-৩ এবং সভাপতি রাজীব আহসান বরিশাল-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান।

২০১৯-২০২২ মেয়াদের সভাপতি ফজলুর রহমান খোকন বগুড়া-৫ এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নরসিংদী-৫ আসন থেকে মনোনয়ন চাইবেন। একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নওয়াজ নোয়াখালী-৬ আসনের প্রার্থী হবেন বলে জানা গেছে।

বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ময়মনসিংহ-৫ এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নোয়াখালী-৫ আসনে প্রার্থী হতে চান। এছাড়া কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বান্দরবান, সহসভাপতি নিজাম উদ্দিন সুনামগঞ্জ-১, হাফিজুল্লাহ হিরা কিশোরগঞ্জ-৪ এবং রেজোয়ানুল হক সবুজ বাগেরহাট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নেতৃত্বে নতুন প্রজন্মকে আনতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। প্রার্থীদের যোগ্যতা, আন্দোলনে ভূমিকা ও দলের প্রতি নিষ্ঠার মূল্যায়ন করেই প্রার্থী নির্ধারণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৬-এর নির্বাচনে প্রার্থিতার দৌড়ে ছাত্রদলের শীর্ষ নেতারা

আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের বর্তমান ও সাবেক শীর্ষ নেতাদের মধ্যে প্রার্থিতার দৌড় শুরু হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সভাপতি পদে থাকা অন্তত ১৫ জন নেতা এবার দলীয় মনোনয়ন চাইবেন। ইতোমধ্যে তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে নেমে পড়েছেন।

১৯৮৫ থেকে ১৯৮৬ পর্যন্ত ছাত্রদলের সভাপতি ছিলেন শামসুজ্জামান দুদু। তিনি এবার চুয়াডাঙ্গা-১ আসন থেকে প্রার্থী হবেন। ১৯৮৭-৯০ মেয়াদে সভাপতি থাকা ড. আসাদুজ্জামান রিপন মুন্সীগঞ্জ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলাকাবাসীর নানা সমস্যা সমাধানে সক্রিয় থেকে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আহ্বায়ক ছিলেন আমানউল্লাহ আমান। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের এই নেতা এবারও প্রার্থী হচ্ছেন। ১৯৯২ সালে নির্বাচিত সভাপতি রুহুল কবির রিজভী আহমেদ রাজশাহী-২ অথবা ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন।

১৯৯৩-৯৬ মেয়াদের সভাপতি ফজলুল হক মিলন গাজীপুর-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন।

মুন্সীগঞ্জ-১ থেকে মীর সরফত আলী সপু, ঢাকা-৯ থেকে হাবীব উন নবী খান সোহেল, খুলনা-৩ থেকে রকিবুল ইসলাম বকুল এবং ঝিনাইদহ-৪ থেকে সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী হবেন। মাদারীপুর-২ থেকে মনোনয়ন চাইবেন সাবেক সহসভাপতি হেলেন জেরিন খান।

২০০৩-০৪ মেয়াদের সভাপতি আজিজুল বারী হেলাল খুলনা-৪, আর কৃষিবিদ শামীমুর রহমান শামীম বাগেরহাট থেকে প্রার্থী হতে চান। ২০০৯-২০১২ মেয়াদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০১২-২০১৫ মেয়াদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল নরসিংদী-৪ থেকে প্রার্থী হচ্ছেন। একই কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান নরসিংদী-৩ এবং সভাপতি রাজীব আহসান বরিশাল-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান।

২০১৯-২০২২ মেয়াদের সভাপতি ফজলুর রহমান খোকন বগুড়া-৫ এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নরসিংদী-৫ আসন থেকে মনোনয়ন চাইবেন। একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নওয়াজ নোয়াখালী-৬ আসনের প্রার্থী হবেন বলে জানা গেছে।

বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ময়মনসিংহ-৫ এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নোয়াখালী-৫ আসনে প্রার্থী হতে চান। এছাড়া কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বান্দরবান, সহসভাপতি নিজাম উদ্দিন সুনামগঞ্জ-১, হাফিজুল্লাহ হিরা কিশোরগঞ্জ-৪ এবং রেজোয়ানুল হক সবুজ বাগেরহাট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নেতৃত্বে নতুন প্রজন্মকে আনতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। প্রার্থীদের যোগ্যতা, আন্দোলনে ভূমিকা ও দলের প্রতি নিষ্ঠার মূল্যায়ন করেই প্রার্থী নির্ধারণ করা হবে।”