হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২০১ বার পড়া হয়েছে
ভারতে বন্যা: জয়শঙ্করকে শোক বার্তায় ড. মোমেন
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার বিদেশমন্ত্রক জানায়, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে পাঠানো এক শোক বার্তায় ড. মোমেন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস, মন্দির ধসের কারণে মানুষের প্রাণহানি ও যথেষ্ট ক্ষয়ক্ষতির মর্মান্তিক ঘটনা জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত।
আমরা ভারত সরকারের প্রচেষ্টাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য প্রশংসা করি।
ড. মোমেন বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা আর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
আমরা মন্দিরে আটকে পড়া ভক্তদের নিরাপদ উদ্ধার কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।
ভারত সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ড. মোমেন বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি ভারত শিগগিরই এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠবে।



















