স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ
- আপডেট সময় : ০১:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা দ্রুত ওসমান হাদির ওপর হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ
কই সঙ্গে তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত নয় এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, জনগণের স্বার্থে এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।
জাতীয় ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, একের পর এক সহিংস ঘটনার পরও অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
এদিকে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।




















