সীমান্তে দুই বাংলাদেশীর মৃতদেহ ফেরত না দেয়া প্রসঙ্গে বিএসএফের বক্তব্য
- আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, “গত ১১ নভেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফ তাদের মৃতদেহ ফিরিয়ে দিতে অনিচ্ছুক”। এ বিষয়টি মোটেই সত্য নয়।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এতথ্য জানিয়ে বলা হয়, প্রকৃত ঘটনা হচ্ছে, এ ব্যাপারে ১৩ ও ১৫ নভেম্বর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে বিএসএফের বৈঠক হয়েছে এবং বিজিবির কাছে প্রতিবাদপত্রও পেশ করা হয়েছে। বৈঠকে বিজিবির নিকটে কোন নিখোঁজ ব্যক্তিদের রিপোর্ট নেই দাবি করে তারা মৃতদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, ১১ নভেম্বর দিবাগত রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকায় ভারতে গোরু আনতে যাওয়া দু’জন মো. ভাষানি (৪০) ও মো. ইদ্রিস আলী (৪২) নামের দুই বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যায়। বুড়িরহাট সীমান্ত হয়ে ১০/১৫ জনের একটি রাখাল দল ভারতে গোরু আনতে গিয়েছিলো।
এ ব্যাপারে গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভারতের অভ্যন্তরে গরু আনতে সীমান্ত অতিক্রম করলে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে দু’জনের মৃত্যু হয়।

























