সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হবার ডাক দিলেন বাহার
- আপডেট সময় : ০৯:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে
আয়েশা নূর, কুমিল্লা
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হবার ডাক দিলেন, কুমমিল্লা সদর আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার। সোমবার কুমিল্লায় টিআর কাবিখার চেক ও ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় এমপি বাহার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব মানুষের কল্যাণে কাজ করেছেন। ছাত্রজীবনে বঙ্গবন্ধু চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ে জেল খেটেছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গরীব মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করছেন।
২০৩০ সালে দেশকে দারিদ্রমুক্ত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। শেখ হাসিনার জন্য সাধারণ মানুষের দোয়া চেয়ে এমপি বাহার বলেন, আল্লাহ যেন তাঁকে দীর্ঘয়ু দান করেন। শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে দেশে গরীব মানুষ থাকবে না।
তিনি বলেন, ১৯৭৫ সালের বাংলাদেশ আর এখন ২০২৩ সালের বাংলাদেশ অনেক এগিয়েছে। সেন্টমার্টিন দ্বীপ দখলে নিতে পরিকল্পিতভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ১৯৭১ সালে ও ১৯৭৫ এর সাথে যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল তারা আজ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এখন সেন্টমার্টিন দ্বীপ দখলের জন্য নতুন ষড়যন্ত্র হচ্ছে। মনে রাখতে হবে ১৯৭৫ সাল আর ২০২৩ সাল এক নয়।
শেখ হাসিনা আমাদের বিশ্ব মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না । নতুন প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে টিআর কাবিখার ৭২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এছাড়া তিনি ঐচ্ছিক তহবিলের ৫ লাখ টাকার অনুদান বিভিন্ন ব্যক্তির মাঝে বিতরণ করেন।
সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল প্রমুখ উপস্থিত ছিলেন ।




















