শ্রীলঙ্কার পার্লামেন্টে ইমরান খানের বক্তৃতা বাতিল
- আপডেট সময় : ০৭:১৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
শ্রীলঙ্কার পার্লামেন্টে বক্তৃতা দেবার কথা ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের। কিন্তু বক্তৃতার কর্মসূচি বাতিল হবার ফলে ধাক্কা খেলেন ইমরান খান। দেশটির পার্লামেন্টে ইমরান খানের বক্তৃতা বাতিল করা হয়েছে।
এতে করে শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক মঞ্চে ধাক্কা খেলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আগামী ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরে যাবার কথা রয়েছে ইমরান খানের। পূর্বের সূচী মতো ২৪ ফেব্রুয়ারি দ্বীপরাষ্ট্রটির সংসদে বক্তৃতা দেওয়ার কথা ইমরান খানের।
কিন্তু, বুধবার শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার মাহিন্দা অভয়বর্ধন বলেন, বিশেষ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পার্লামেন্টে বক্তৃতা বাতিল করা হয়েছে। শ্রীলঙ্কা পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণেই ইমরানের বক্তৃতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর নেপথ্যে অন্য কারণ রয়েছে বলেই মত বিশ্লেষকদের।
এদিন রাজধানী কলম্বোয় সর্বদল বৈঠকের পর রাজনৈতিক মহলের খবর, সংসদে বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গ তুলতে পারেন ইমরান খান। আর এমন ইঙ্গিত পেয়েই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকার। এই বক্তৃতা বাতিলের পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।