সংবাদ শিরোনাম ::
শর্মিষ্ঠা বিশ্বাস’র কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ৩৭৫ বার পড়া হয়েছে
কোজাগরী
জোছনা ছাতিম গাছের তলায়।
কোটর ছেড়ে দিয়েছে যে সব মনিষী
তাদের বয়স উনিশশো সাতচল্লিশের আশেপাশে।
জোছনার ফেরীওআলা বিকেলে ঘুগনি বিক্রেতা
আর
সন্ধায় চাঁদ পেড়ে খোসা ছাড়িয়ে ভেতরের সে-ই রাবণ মেঘনাদকে নিয়ে লেখা উপাখ্যান বিক্রেতা।

জোছনার আলোর রোশনাই জ্বালিয়েছিলেন ঈশ্বর।
ইশ্বরী পাটনি গানের ঘুঙুর পায়ে বেঁধে
নিজেই কোজাগরী ছড়িয়ে দিয়েছিলেন শষ্যের কাঁকর মেশানো গ্রামীণ জনপদের নৌকো-পথে।
ইঁদুরের উপদ্রব বেড়েছে কোটি টাকার!
এমন সময়ে
আজ রাতের রজনীগন্ধার পাপড়ি ভাঙা পাহাড়ের গায়ে
মা লক্ষী প্যাঁচা নিয়ে প্রাচীন মানুষদের মধ্য রাতের আকাশে কথকী ঠাকুর বেশে নেমে আসবেন।


























