রাজশাহী হাসপাতালে ১৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ১০:২৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ২৫০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
জুলাই মাসের ১২ দিনে রাজশাহী হাসপাতালে করোনা ও উপসর্গে ২০৬ জনের মৃত্যু হয়েছে। আর জুন মাসে মৃত্যুর সংখ্যা ছিলো ৩৫৪ জনের।
সীমান্ত জেলা রাজশাহীর করোনা সংক্রমণ তমতির দিকে। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু ঘটে।
হাসপাতাল সূত্রের খবর, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে করোনা পজেটিভ ৬ জন, করোনা নেগেটিভ ৪ জন এবং করোনার উপসর্গে ৪ জন মারা যান। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল পরিচালক জানান, নতুন মৃতদের ৫ জন রাজশাহীর। তাদের মধ্যে ২জনের পজেটিভ, নেগেটিভ ২ এবং উপসর্গে নিয়ে ১ মারা যান। নাটোরের জন, নওগাঁ ২, পাবনার ১ ও চাঁপাইনবাবগঞ্জে ২ জন।
সোমবার সকাল পর্যন্ত হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫১৭ জন। রবিবার ভর্তি ছিলো ৫১৮ জন। রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করতে হয়েছে।
রামেক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৪, চাপাইনবাবগঞ্জের ৪২, নাটোরের ৬৬, নওগাঁর ৪৪, পাবনার ৪৫, কুষ্টিয়ার ৭, চুয়াডাঙ্গার ৪, জয়পুরহাটের ৩, সিরাজগঞ্জের ১, নীলফামারীর ১ ও বগুড়ার ১ জন রয়েছেন।
সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে রাজশাহীর ৩৩, চাপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ১০, নওগাঁর ৭, পাবনার ৮, জয়পুরহাটের ২, সিরাজগঞ্জের ১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন রয়েছেন।
প্রতিদিন করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা বাড়ছেই। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে রামেক হাসপাতালের আরও দুইটি ওয়ার্ডকে করোনা ইউনিটের জন্য প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ওয়ার্ড দু’টিতে সেন্ট্রাল অক্সিজেন সংযোজনের কাজ চলছে।


























