যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশ চীনের ভেতরে চলে যাচ্ছে
- আপডেট সময় : ১০:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ চীনের ভেতরে চলে যাচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফরে এসে দুই মার্কিন কংগ্রেসম্যান এড কেস এবং রিচার্ড ম্যাককরম্যাক রবিবার বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে করেন। এসময় তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছো বলে সরাসরি সরকারকে জিজ্ঞেস করেন মার্কিন কংগ্রেসের দুই প্রতিনিধি।
বৈঠক শেষে বিদেশমন্ত্রী সাংবাদিকদের জানান, চীন নিয়ে কংগ্রেসম্যান বলেছে, তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছো। আমরা বলেছি না। আমরা চীনের ভেতরে যাচ্ছি না। আমাদের ঋণের এক শতাংশের মতো চীন থেকে নেওয়া। এটি কোনও বড় বিষয় নয়।
ড. মোমেন বলেন, কংগ্রেসম্যানদের কাছে বিভিন্ন লোকজন বলছে বাংলাদেশ একটি ভয়ংকর জায়গা। এরা চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এটি একটি ভয়ংকর জায়গা, যেখানে অশান্তি এবং পুলিশ যখন-তখন লোক ধরে ফেলছে ও মেরে ফেলছে।
এর আগে দুই কংগ্রেসম্যান শনিবার ঢাকায় এসে পৌঁছেন এবং সোমবার তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে কংগ্রেসম্যানরা কিছু বলেছেন কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, যুক্তরাষ্ট্র কোনও ধরনের ‘ফর্মুলা’ দিচ্ছে না এবং তারা সমঝোতার পথ আছে কিনা জানতে চেয়েছে।
তারা বলেছে তোমাদের সমঝোতার পথ আছে কিনা। আমরা বলেছি, তাদের যে দাবি সরকারের পতন হবে, তারপরে নির্বাচন করবে, সেটির সঙ্গে আমাদের সমঝোতার কোনও সুযোগ নেই।
তিনি প্রতিনিধিদের বলেন, তোমাদের দেশে কি নির্বাচনের সময়ে সরকারের পতন হবে? নিশ্চয়ই না। এ ধরনের দাবি করলে কি তোমরা আলোচনা করবে? নিশ্চয়ই না।… আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করবো এবং সেটিতে সবাই অংশগ্রহণ করুক এটি আমরা চাই। কে জিতবে বা জিতবে না সেটি জনগণের ওপর নির্ভর করবে।
তিনি বলেন, সহিংসতামুক্ত করতে হলে সবার আন্তরিকতা দরকার। আমরা বলেছি আমাদের দেশে অংশগ্রহণ তোমাদের দেশের থেকে কয়েকগুণ বেশি। তোমাদের ওখানে লোক ভোট দেয় না, কিন্তু আমাদের এখানে অধিকাংশ লোক ভোট দেয়।
রোহিঙ্গা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলেও জানান ড. মোমেন।



















