মানুষকে স্বাবলম্বী করে তুলতে চাই : আলী আকবর
- আপডেট সময় : ০৯:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে
আয়েশা নূর, কুমিল্লা
সোমবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজারের ধনুয়াখলা বেগম করফুলের নেছা ফাউন্ডেশন প্রাঙ্গণে বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক নারীকে সেলাই মেশিন প্রদান ও সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলী আকবর।
বেগম করফুলেরনেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আলী আকবরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসীন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। একই সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মক্ষম নারীদের আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষে প্রায় অর্ধশত নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় এলাকাবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আলী আকবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কুমিল্লা সদরের কর্মক্ষম নারী পুরুষদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মানুষের কল্যাণ তিনি কাজ করে চলেছেন। অবহেলিত অসচ্ছল প্রতিটি মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হলেই দেশ এগিয়ে যাবে।
শহর ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে চলেছেন। বিগত ৫০ বছরের উন্নয়ন এবং আওয়ামী লীগের ১৪বছরের উন্নয়নের দিকে তাকালেই দেশবাসী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড অনুধাবন করা যায়।
আগামী নির্বাচারে বাংলার উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।




















