মাইক্রোবাস খাদে পড়ে ৭জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ২৪৮ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাউক্রোবাস খাদে পড়ে ৭জনের মৃত্যু ঘটে। কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে ঘটনাস্থলে একজন পথচারিকে বাচানোর চেষ্টাকালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায় এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে
ধাক্কা লেগে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে করে মাইক্রোবাসের ৬জন যাত্রীসহ সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সোয়া সকাল ১০টার দিকে র্ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চকরিয়া থানার এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী প্রাইভেট মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে
মাইক্রোবাসটি সড়কের পাশে ডোবায় পড়ে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত গাড়িটি টেনে তোলার চেষ্টা করে।
এসআই মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের একজন ঘটনাস্থলে এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। হতাহতদের পরিচয় তৎক্ষণাৎ নিশ্চিত করতে পারেননি তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু ডুবে যাওয়া গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ
পেতে হয়। অনেক চেষ্টার পর তাদের বের করা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকিদের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।


























