ভারত সফরে গেলেন নৌবাহিনী প্রধান
- আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে
ছবি আইএসপিআর
ভারতীয় নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে বাংলাদেশের নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ শনিবার সরকারি সফরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
আইএসপিআর জানায়, সফরকালে নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ভারতের প্রতিরক্ষাা মন্ত্রী রাজনাথ সিং ভারতের চীফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং নৌবাহিনী
প্রধান এডমিরাল করম্তির সিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া তিনি ভারতের সেনা ও বিমান বাহিনী প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, প্রতিরক্ষা সচিব এবং পররাষ্ট্র সচিব-
এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। পাশাপাশি তিনি ভারতের ‘ইনফরমেশন ফিউশন ফর ইন্ডিয়ান ওশান রিজন’ পরিদর্শন করবেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২৯ অক্টোবর দেশে ফিরবেন।

























