বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ: প্রেস সচিব
- আপডেট সময় : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় নির্বাচন বা বাউলদের বিষয়ক কোনো আলোচনা হয়নি। তবে সরকার ঘটনার গুরুত্ব বিবেচনায় ইতোমধ্যে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দিয়েছে। প্রেস সচিবের ভাষায়, আমি যা জানি, তা হলো বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
শফিকুল আলম জানান, নির্দেশনার পর মানিকগঞ্জ জেলা পুলিশ ঘটনাস্থলে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। পাশাপাশি যেসব এলাকায় এ ধরনের হামলা হয়েছে, সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এসব ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট অগ্রগতি জানা যাবে।
সরকার মনে করছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীদের ওপর হামলা সমাজের জন্য ক্ষতিকর এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বলে ব্রিফিংয়ে প্রেস সচিব উল্লেখ করেন।



















