বাংলাদেশ শব্দদূষণ মুক্ত হবে, পরিবেশমন্ত্রী
- আপডেট সময় : ১২:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের রাজধানী ঢাকা মহনগরীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ১মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেয় পরিবেশ,
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কর্মসূচির অংশ হিসাবে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানে
রবিবার সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট রাস্তায় দাঁড়ান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব
উদ্দিন। কিন্তু সিগন্যাল দিয়ে গাড়ি আটকে রেখেও হর্ন বাজানো বন্ধ রাখা যায়নি।
কর্মসূচি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও হ্যান্ডমাইকে প্রচারণা করা হয়, এছাড়াও
বিভিন্ন স্থানে ব্যানার ফেষ্টুন নিয়ে দাঁড়িয়েও থাকতে দেখা যায়। কিন্তু ১০টার পর শব্দহীণ কর্মসূচি শুরু হতেই বেজে ওঠে
গাড়ির হর্ন। এ সময় ট্রাফিক পুলিশ কর্তাদের সিগন্যালে রেখে একটি একটি করে গাড়ি ছাড়তে বলতে শোনা যায়।
কিন্তু সিগন্যালে থেকেও মন্ত্রীর সামনেই সচিবালয় গেটে বাজতে থাকে গাড়ির হর্ন।

মন্ত্রী বলেন, আজ শুধু ঢাকা শহরে এক মিনিট শব্দদূষণমুক্ত কর্মসূচি পালন করা হল। কিছু দিনের মধ্যে দেশব্যাপী
এটা করা হবে। এক ঘণ্টা, পাঁচ ঘণ্টা, ১০ ঘণ্টা করে করার পর একদিন এটিকে ২৪ ঘণ্টায় নিয়ে যাবো।
দেশ শব্দদূষণমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশের মানুষ শব্দদূষণমুক্ত করতে এগিয়ে আসবে। বিনয়ের সঙ্গে সকলকে অনুরোধ করবো
আপনারা বিষয়টি একটু নীরবে চিন্তা করে দেখেন আপনার একটা হর্নের কারণে একজন মানুষের জীবনে
যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে বা ছোট ছোট বাচ্চারা আক্রান্ত হতে পারে।
হাইড্রোলিক হর্ন অবশ্যই বন্ধ করতে হবে।




















