বাংলাদেশে অ্যাম্বুলেন্স বিস্ফোরণে ৮ জন নিহত
- আপডেট সময় : ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকায় চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তাছলিমা বেগম। সঙ্গে ছেলে-মেয়েসহ পরিবারের সবাই। অ্যাম্বুলেন্সটি পদ্মা সেতু পেরিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের মালিগ্রাম ফ্লাইওভারে ঘটনা সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
তাতে মুহূর্তে গোটা অ্যামস্বুলেন্স আগুনে গ্রাস করে। এসময় আগুনে পুড়ে। পরিবারের সাত সদস্যের সবাই মারা যায়। শনিবার দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাসলিমা বেগম স্বামী আজিজার শেখ সৌদি প্রবাসী।
তার বড় মেয়ে কমলা পারভীন (৩২) তার বড় ছেলে আরিফ (১৩), মেজো ছেলে হাসিব (৮), কন্যা হাফসা (২) এবং তাসলিমার মেজো মেয়ে বিউটি পারভীন (২৭), বিউটি পারভীনের ছেলে মেহেদী (১০) মারা যায়। ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
চালক মৃদুল মালো এসময় নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা। ফায়ার সার্ভিস আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
স্থানীয় হাইওয়ে পুলিশ জানায়, অ্যাম্বুলেন্স যেগে ঢাকা থেকে একই পরিবারের সাতজনকে নিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার উদ্দেশ্যে যাবার পথে দূর্ঘটনা।




















