বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই: আমীর খসরু
- আপডেট সময় : ০৭:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তারা এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন। সুতরাং এই সংবিধানে গণভোট নিয়ে কোনো ধারা নেই।
ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে সংবিধানে গণভোটের বিধান যুক্ত করা হলে তবেই গণভোট আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
শনিবার ঢাকায় আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, কথায় কথায় দাবি নিয়ে রাস্তায় নামলে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়। যখন দেশের বৃহত্তম রাজনৈতিক দল পাল্টা কর্মসূচি দেয়, তখন স্বাভাবিকভাবেই সংঘর্ষের ঝুঁকি দেখা দেয়।
আমীর খসরু অভিযোগ করে বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে এক ধরনের স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে। এখন আর কেউ ঐক্যমতের বাইরে যেতে চায় না। আমাদের ৩১ দফার অনেক বিষয় কনসেনসাসে আসেনি, তাই বলে কি আমি মাঠে নামব? আমি জনগণের কাছেই যাব।
তিনি আরও বলেন, ঐক্যমতের বাইরে গিয়ে চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। আপনি ক্ষমতায় আসুন, এরপর পরিবর্তন আনুন।
চট্টগ্রামে সাম্প্রতিক হ*ত্যা*কা*ণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আমরা ধারণা করছি এটি একটি দলের ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। তবে যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারাও ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।
অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আমলে কখনও শেয়ারবাজারে ধস নামেনি, বরং অর্থনীতি ছিল চাঙা। আমরা প্রাইভেট সেক্টরকে সর্বাধিক গুরুত্ব দেব, যাতে মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় লাইসেন্স পেতে পারে, বলেন তিনি।
তিনি আরও আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণকেই ক্ষমতায়ন করা হবে এবং প্রত্যেক নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।




















