ফের করোনায় মৃত্যু ও আক্রান্ত উর্ধমুখি
- আপডেট সময় : ০৭:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
স্বস্তির বার্তা স্থায়ী হলো না। দু’দিন মোটামুটি করোনায় মৃত্যু ও আক্রান্ত আয়ত্তে থাকলেও ফের মাথাচাড়া দিয়ে ওঠেছে। এটি এমন এক ভাইরাস, কখন কোন দিকে মোড় নেয়, তা সঠিকভাবে বলা মুশকিল। আজ নিয়ন্ত্রণে তো রাত পোহালেই উর্ধমুখি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরও ১৯৮ জনের মারা গিয়েছে। তাতে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর বলছে, ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনার আক্রান্তর সংখ্যা ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।
এসময়ে ৩৮ হাজার ৮৮১ জনের নমুনা সংগ্রহ করা হলেও আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯০ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন এবং মোট ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন সুস্থ হয়েছেন।
মৃতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন ও ১১ বছর থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১৬ জন ও মহিলা ৮২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন মারা গিয়েছেন।


























