পিকনিকের ট্রলারডুবি, ৭ দেহ উদ্ধার, নদী পাড়ে স্বজনদের আহাজারি
- আপডেট সময় : ০৮:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ট্রলার সাজিয়ে পদ্মা ভ্রমণে বেড়িয়েছিলেন ৪৬ জন। আকাশ-বাতাস কাপিয়ে চলে গানবাজনা। সারাদিন হৈ-হুল্লোড় করে সবাই ক্লান্ত দেহমনে রাতে বাড়ি ফিরছিলেন তারা। পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে যোগ দেন। একে একে নারী, শিশু ও যুবকসহ ৭জনের মরদেহ উদ্ধার করে। এসময় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ৬জনকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্পগার্ড ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকার অদূরে মুন্সিগঞ্জে ডুবে যাওয়া ট্রলারটির ছাদে বাঁশ ও কাপড় দিয়ে শামিয়ানা টানানো ছিল। দুর্ঘটনার পর পরই ট্রলারের যাত্রীদের স্বজনরা নদীপাড়ে চলে আসেন। সেখানে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছেন।
লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মতিন জানান, খিদিরপুর গ্রামের ৪৬ জন বিকেলে ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে গিয়েছিলেন। পিকনিক শেষে রাতে লতাব্দীর দিকে ফিরছিলেন তারা। পথে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেড ধাক্কা দেয়।
এতে সঙ্গে সঙ্গে ট্রলারটি তলিয়ে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১৪ জন ডুবে যান। তাদের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার হরেলও বাকিরা নিখোঁজ।
ঘটনাস্থলে জেলা প্রশাসক আবু জাফর রিপন ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আউয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। তারা উদ্ধারকাজ তদারকি করছেন।



















