পর পর দু’টো মরদহে ভসে এলো কক্সবাজার সমুদ্র সকৈতে
- আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ৩৫৩ বার পড়া হয়েছে
মাত্র ঘন্টা দু’য়েকের ব্যবধানে পর পর দুটো মরদেহ ভেসে এলো কক্সবাজার সমুদ্র সৈকতে।
সৈকতের সী-গাল পয়েন্ট আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা
নাগাদ লাইফগার্ড কর্মীরা পরিচয়হীন ২৬ বছর বয়সী যুবকের মরদেহটি উদ্ধার করে। এর আগে দুপুরে একই পয়েন্ট থেকে আরও এক পরিচয়হীন যুবকের মরদেহ উদ্ধার হয়।
বিচ কর্মীর সুপারভাইজার মাহবুব আলম মৃত দুই যুবক স্থানীয় নাকি পযর্টক, এ বিষয়ে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি। মাহবুব আলম জানান, শুক্রবার বিকালে সৈকেতের সী গাল পয়েন্ট
থেকে এক যুবককে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই যুবকের নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের সহযোগিতায় ওই যুবককে কক্সবাজার সদর
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এর আগে দুপুরে দিকে সী-গাল পয়েন্টের সমুদ্রের জলে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেন।

























