নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের: প্রেসসচিব
- আপডেট সময় : ০৪:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
নির্বাচনের জন্য গোটা জাতি প্রস্তুত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তবে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের আগামী ২৬-এর জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রেসসচিব জানান, জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যেন জাতি তাদের ত্যাগকে মনে রাখে।
তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এ বিষয়ে সব রাজনৈতিক দল একমত। বাংলাদেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলে সারাদেশে নির্বাচনের হাওয়া বইবে।
না ভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, যদি কোথাও একজন প্রার্থী থাকে, তবে সেখানে ‘না ভোট’ হবে। এটি আরপিওতে উল্লেখ আছে, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।




















