দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে নির্বাচন কমিশনকে সাকির আহ্বান
- আপডেট সময় : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শেষে তিনি এই আহ্বান জানান।
জোনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক ট্রানজিশন ও জাতীয় ঐকমত্যের জন্য আলাপ–আলোচনা অত্যন্ত জরুরি। নির্বাচনী বিধিমালা ও আইনে পরিবর্তনের আগে ইসির উদ্যোগ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন। তার মতে, আইন ও বিধি সংশোধনে স্টেকহোল্ডারদের সঙ্গে পূর্বেই আলোচনা করা প্রয়োজন ছিল। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়; সব পক্ষের মতামত নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, ভালো নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কেবল আইনি কাঠামো নয়, বরং সুষ্ঠু পরিবেশ সৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকার ও ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে ‘নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি’ গঠনের প্রস্তাব দেন তিনি, যা সংঘাতের ঘটনা দ্রুত সমাধানে ভূমিকা রাখতে পারে। তার মতে, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা থাকলেই দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
একই সঙ্গে জবাবদিহিমূলক ও ক্ষমতার ভারসাম্যপূর্ণ রাষ্ট্রগঠনে ইসিকে প্রকৃত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সাকি। কমিশনার নিয়োগে ‘কনস্টিটিউশনাল কমিশন’ গঠনেরও প্রস্তাব দেন তিনি।
প্রচারণায় নতুন ও ছোট দলগুলোর সুবিধার্থে বড় ও স্পষ্ট প্রতীক ছাপা, জোটগত প্রতীকে নির্বাচন করার সুযোগ, গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য পৃথক বুথ ও গণনা ব্যবস্থা, এবং ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা প্রকাশের দাবি তোলেন জোনায়েদ সাকি।



















