ত্রিপুরায় খোয়াই জেলায়ে তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা

- আপডেট সময় : ১২:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরা রাজ্যে তিন অজ্ঞাত পরিচয় বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ত্রিপুরার খোয়াই জেলার একটি সীমান্তবর্তী গ্রামে গরু চোর সন্দেহে তাদের হত্যা করা হয়। নিহতরা হলো, জুয়েল মিয়া, সজল মিয়া এবং পণ্ডিত মিয়া। জানা যায় তারা সবাই বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এর আগে নিহত তিন বাংলাদেশি নাগরিকের সঙ্গে ভারতীয় গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ভারতীয় নাগরিকও মারাত্মকভাবে আহত হয়েছেন।
ত্রিপুরা রাজ্য পুলিশের একজন কর্মকর্তা জানান, খোয়াই জেলার চম্পাহোয়ার থানার অন্তর্গত বিদ্যাবিল এলাকার দুই ভারতীয় বাংলাদেশ সীমান্তের কাছে একটি রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন। এ সময় তারা রাবার বাগানে একটি গবাদি পশুসহ তিন বাংলাদেশি নাগরিককে দেখেন।
তাদের চ্যালেঞ্জ করা হলে সন্দেহভাজন গরু চোররা আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে দুই ভারতীয় নাগরিক আহত হয়। তারা নিজেদের গ্রামে ফিরে এসে অন্যদের খবর দেয়। এরপর ভারতীয় গ্রামবাসীরা সীমান্ত এলাকায় গিয়ে তিন বাংলাদেশিকে ঘিরে ফেলে।
তখনো দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। একপর্যায়ে ভারতীয়রা তিন বাংলাদেশিকে আটক করে। পরে তাদের কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তারা ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়।
বিদ্যাবিলের আহত দুই ভারতীয় বর্তমানে বেহেলাবাড়ি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বিজিবির হাতে তুলে দেওয়া হবে বলে জানায় দেশটির পুলিশ।