ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

‘ডিভাইন ডেষ্টিনেশান’ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে দীপ জ্বালাতে চায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিরুদ্ধ

দুই জুলাই প্রথম রবিবার। ‘ডিভাইন ডেষ্টিনেশানের’ ক্যালেন্ডারে দুঃস্থদের খাদ্যপণ্য বিতরণের দিন।  প্রতি মাসেই এই মহৎ কাজটি করে চলেছেন মানবদরদী সুমিত কুমার মাইতি। ‘ডিভাইন ডেষ্টিনেশান’ তার প্রতিষ্ঠিত একটি সামাজিক সংস্থা।

ডিভাইন ডেষ্টিনেশান নিয়ম করে প্রতি মাসের প্রথম রবিবার সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে খাদ্যাসামগ্রী, শীতের সময়ে শীত বস্ত্র, শারীকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ছাড়াওয়াও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন।

সুমিত বাবুর ভাষায় ‘মানব কল্যাণই জীবনের ব্রত’। এই স্লোগানকে সামনে রেখে ঈশ্বরের কৃপায় কাজ করে চলেছেন। শিক্ষা, খেলাধূলা থেকে শুরু পরিবেশ রক্ষায় বিরামহীন কাজ করে যাচ্ছেন এই নির্মোহ মানুষটি।

হুইল চেয়ার বিতরণ

বরাবরের মত ২ জুলাই সহায় সম্বলহীন প্রতিবন্ধীদের হাতে এক মাসের খাবার তুলে দিলেন। খাদ্যসামগ্রী ছাড়াও অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ, চলতে পারছে না, এমন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

সম্প্রতি ২৪ পরগনায় বাসিন্দা ৯ বছরর অভিজিৎ দাসকে হুইল চেয়ার দেওয়া হল। এটি দিয়েছেন, ইনার হুইল ক্লাব অফ কলকাতা মেট্রোপলিটনের রেখালতা। পরিবেশের জন্য নিয়মিত কাজ করেন সুমিত বাবু।

সাংস্কৃতিক আয়োজনে পিছিয়ে নেই ডিভাইন ডেষ্টিনেশান। ডিভাইন ডেষ্টিনেশান ওয়েল ফেয়ার ট্রাষ্ট চত্বরে নানা জাতের গাছ রয়েছে। কোনটিতে ফল আবার কোনটিতে ফুল। সেখানে আরও গাছের চারা রোপন করা হয়। নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন, বিশিষ্ট সমাজচিন্তক সুমিত কুমার মৈত্র।

রবীন্দ্রনাথ ঠাকুরের ২৬২ তম জন্মশত বার্ষিকীতে পশ্চিম মেদিনীপুর পিংলার দনন্ডশীরা প্রাথমিক স্কুলে ডিভাইন ডেষ্টিনেশানের উদ্যোগে আর্মির সুবেদার মেজর গৌরহরি মন্ডল মহাশয়ের ব্যাবস্থাপনা ও সহযোগীতায় দরিদ্র মাণুষদের হাতে মশারী ও শাড়ী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি মায়ের নামে উৎসর্গ করে ডিভাইন ডেষ্টিনেশান ওয়েল ফেয়ার ট্রাষ্ট।

শ্রী বর্ধন পল্লী কার্যকরী উন্নয়ন কমিটি ব্যবস্থাপনায় ডিভাইন ডেষ্টিনেশানের উদ্যোগে ও সমাজসেবী লীলা পোদ্দার অনুপমা সারদার সহযোগীতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।  চক্ষু পরীক্ষা শিবির ৫৫ জনকে চশমা ও ১০ জনকে ছানি অপারেশন করা হল বিনামূল্যে।

এদিনের এই অনুষ্ঠানটি কমিটি উৎসর্গ করলেন সদ্য প্রয়াত স্বপন প্রামানিকের উদ্যেশে । ডিভাইন ডেষ্টনেশানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুমিত কুমার মাইতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ডিভাইন ডেষ্টিনেশান’ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে দীপ জ্বালাতে চায়

আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

অনিরুদ্ধ

দুই জুলাই প্রথম রবিবার। ‘ডিভাইন ডেষ্টিনেশানের’ ক্যালেন্ডারে দুঃস্থদের খাদ্যপণ্য বিতরণের দিন।  প্রতি মাসেই এই মহৎ কাজটি করে চলেছেন মানবদরদী সুমিত কুমার মাইতি। ‘ডিভাইন ডেষ্টিনেশান’ তার প্রতিষ্ঠিত একটি সামাজিক সংস্থা।

ডিভাইন ডেষ্টিনেশান নিয়ম করে প্রতি মাসের প্রথম রবিবার সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে খাদ্যাসামগ্রী, শীতের সময়ে শীত বস্ত্র, শারীকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ছাড়াওয়াও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন।

সুমিত বাবুর ভাষায় ‘মানব কল্যাণই জীবনের ব্রত’। এই স্লোগানকে সামনে রেখে ঈশ্বরের কৃপায় কাজ করে চলেছেন। শিক্ষা, খেলাধূলা থেকে শুরু পরিবেশ রক্ষায় বিরামহীন কাজ করে যাচ্ছেন এই নির্মোহ মানুষটি।

হুইল চেয়ার বিতরণ

বরাবরের মত ২ জুলাই সহায় সম্বলহীন প্রতিবন্ধীদের হাতে এক মাসের খাবার তুলে দিলেন। খাদ্যসামগ্রী ছাড়াও অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ, চলতে পারছে না, এমন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

সম্প্রতি ২৪ পরগনায় বাসিন্দা ৯ বছরর অভিজিৎ দাসকে হুইল চেয়ার দেওয়া হল। এটি দিয়েছেন, ইনার হুইল ক্লাব অফ কলকাতা মেট্রোপলিটনের রেখালতা। পরিবেশের জন্য নিয়মিত কাজ করেন সুমিত বাবু।

সাংস্কৃতিক আয়োজনে পিছিয়ে নেই ডিভাইন ডেষ্টিনেশান। ডিভাইন ডেষ্টিনেশান ওয়েল ফেয়ার ট্রাষ্ট চত্বরে নানা জাতের গাছ রয়েছে। কোনটিতে ফল আবার কোনটিতে ফুল। সেখানে আরও গাছের চারা রোপন করা হয়। নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন, বিশিষ্ট সমাজচিন্তক সুমিত কুমার মৈত্র।

রবীন্দ্রনাথ ঠাকুরের ২৬২ তম জন্মশত বার্ষিকীতে পশ্চিম মেদিনীপুর পিংলার দনন্ডশীরা প্রাথমিক স্কুলে ডিভাইন ডেষ্টিনেশানের উদ্যোগে আর্মির সুবেদার মেজর গৌরহরি মন্ডল মহাশয়ের ব্যাবস্থাপনা ও সহযোগীতায় দরিদ্র মাণুষদের হাতে মশারী ও শাড়ী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি মায়ের নামে উৎসর্গ করে ডিভাইন ডেষ্টিনেশান ওয়েল ফেয়ার ট্রাষ্ট।

শ্রী বর্ধন পল্লী কার্যকরী উন্নয়ন কমিটি ব্যবস্থাপনায় ডিভাইন ডেষ্টিনেশানের উদ্যোগে ও সমাজসেবী লীলা পোদ্দার অনুপমা সারদার সহযোগীতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।  চক্ষু পরীক্ষা শিবির ৫৫ জনকে চশমা ও ১০ জনকে ছানি অপারেশন করা হল বিনামূল্যে।

এদিনের এই অনুষ্ঠানটি কমিটি উৎসর্গ করলেন সদ্য প্রয়াত স্বপন প্রামানিকের উদ্যেশে । ডিভাইন ডেষ্টনেশানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুমিত কুমার মাইতি।