সংবাদ শিরোনাম ::
ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪জন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ঘটনা বুধবার ভোর সাড়ে ৫টার নাগাদ। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকার ঘটনা।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে এক্সপ্রেস ট্রেনটি ঢাকা আসছিল। নিহতের স্বজনরা জানান, রেল লাইন দিয়ে হেটে যাকাতের কাপড় আনতে সল্লা যাচ্ছিলেন বাসন্তী, আরতী রানী দাস, মা শান্তি রানী ও মেয়ে শিল্পী রানী। এসময় একতা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
টাঙ্গাইল জিআরপি পুলিশের এএসআই ফজলুল হক জানিয়েছেন, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।




















