ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত
- আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে
দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
একটি পোষাক কারখানার সাতজন মিলে মাইক্রোবাসে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। সাতজন সাভারের আশুলিয়ার এসবি নিটিং পোশাক কারখানার কর্মী। তারা সবাই একসঙ্গেই চলাফেরা করতেন। শুক্রবার ছুটির দিনে দল বেঁধে মাইক্রোবাসে করে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। পথে একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাতজনই প্রাণ হারান। দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক নিখোঁজ।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানায়, সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাক দ্রুতগতিতে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটির সাতজন নিহত ও চারজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ারের নাজমুল হক ওরফে সবুজ (৩০), গাজীপুরের আল আমীন (২৭), ঝালকাঠির আল আমীন হাওলাদার (২৯), জামালপুরের ছেলে রাজু আহাম্মেদ (৩৬), আব্দুল আউয়াল (৩৭), বরিশালের রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) ও কুষ্টিয়ার বাবুল মোল্লা (৪০)।
আহতরা হলেন, সাকি, পারভেজ ও দোয়েল।
দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালের মর্গে আসেন এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. শিহাব উদ্দীন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১১-১২ জন মাইক্রোবাস যোগে সিলেটে রওনা হন। পথে নরসিংদীর শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। ঘাসিরদিয়া এলাকায় অপর একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে চলে আসা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন।
খবর পেয়ে দ্রুত ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান এবং নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করেন। হাসপাতালটিতে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।



















