ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায় : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক নিখোঁজ

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

একটি পোষাক কারখানার সাতজন মিলে মাইক্রোবাসে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। সাতজন সাভারের আশুলিয়ার এসবি নিটিং পোশাক কারখানার কর্মী। তারা সবাই একসঙ্গেই চলাফেরা করতেন। শুক্রবার ছুটির দিনে দল বেঁধে মাইক্রোবাসে করে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। পথে একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাতজনই প্রাণ হারান। দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক নিখোঁজ।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানায়, সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাক দ্রুতগতিতে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটির সাতজন নিহত ও চারজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ারের নাজমুল হক ওরফে সবুজ (৩০), গাজীপুরের আল আমীন (২৭), ঝালকাঠির আল আমীন হাওলাদার (২৯), জামালপুরের ছেলে রাজু আহাম্মেদ (৩৬), আব্দুল আউয়াল (৩৭), বরিশালের রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) ও কুষ্টিয়ার বাবুল মোল্লা (৪০)।
আহতরা হলেন, সাকি, পারভেজ ও দোয়েল।

দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালের মর্গে আসেন এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. শিহাব উদ্দীন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১১-১২ জন মাইক্রোবাস যোগে সিলেটে রওনা হন। পথে নরসিংদীর শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। ঘাসিরদিয়া এলাকায় অপর একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে চলে আসা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন।

খবর পেয়ে দ্রুত ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান এবং নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করেন। হাসপাতালটিতে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত

আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক নিখোঁজ

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

একটি পোষাক কারখানার সাতজন মিলে মাইক্রোবাসে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। সাতজন সাভারের আশুলিয়ার এসবি নিটিং পোশাক কারখানার কর্মী। তারা সবাই একসঙ্গেই চলাফেরা করতেন। শুক্রবার ছুটির দিনে দল বেঁধে মাইক্রোবাসে করে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। পথে একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাতজনই প্রাণ হারান। দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক নিখোঁজ।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানায়, সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাক দ্রুতগতিতে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটির সাতজন নিহত ও চারজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ারের নাজমুল হক ওরফে সবুজ (৩০), গাজীপুরের আল আমীন (২৭), ঝালকাঠির আল আমীন হাওলাদার (২৯), জামালপুরের ছেলে রাজু আহাম্মেদ (৩৬), আব্দুল আউয়াল (৩৭), বরিশালের রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) ও কুষ্টিয়ার বাবুল মোল্লা (৪০)।
আহতরা হলেন, সাকি, পারভেজ ও দোয়েল।

দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালের মর্গে আসেন এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. শিহাব উদ্দীন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১১-১২ জন মাইক্রোবাস যোগে সিলেটে রওনা হন। পথে নরসিংদীর শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। ঘাসিরদিয়া এলাকায় অপর একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে চলে আসা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন।

খবর পেয়ে দ্রুত ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান এবং নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করেন। হাসপাতালটিতে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।