চিলাহাটিতে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাকের হেলপার নিহত
- আপডেট সময় : ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে
উত্তরের জনপদ নীলফামারির চিলাহাটিতে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত ও অপর ২জন আহত হয়েছেন। খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি রেলস্টেশন থেকে ছেড়ে প্রায় ৫ কিলোমিটার অতিক্রম করার পর কেতকীবাড়ী ইউনিয়নের
কাজিরহাট সংলগ্ন রেলঘুন্টি এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। রেলগেইটটি উন্মুক্ত ছিল। ইতিপূর্বেও এখানে দুর্ঘটনার ঘটার কথা জানান স্থানীয়রা। মঙ্গলবারের ঘটনা।
ঘটনাস্থল ঘুরে দেখা গিয়েছে, কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাট সংলগ্ন রেলঘুন্টির কাছে (ঢাকা মেট্রো-ট ২২-৮১৮৫) ইট বোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী ধানক্ষেতে উল্টে যায়। ট্রাকের সামনের ২টি চাকা ট্রেনের
ইঞ্জিনের ভিতরে চলে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দুরে গিয়ে ট্রেনের ইঞ্জিনটি থেমে যায়। এতে ট্রেনের ইঞ্জিনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা গেছে, প্রতিদিন চিলাহাটি রেলস্টেশন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে খুলনাগামী খুলনামেল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবার কথা থাকলেও তা ত্রুটির কারনে সকাল ৭টা ১০ মিনিটে চিলাহাটি থেকে ছাড়ে। ঘটনাস্থলে ৭টা ২০ মিনিটে পৌছালে নঁওগা থেকে আসা ইট বোঝাই ট্রাকটি
রেললাইনের ওপরে ওঠে বন্ধ হয়ে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ট্রাকের হেলপার সাকিল (৩০) নিহত হন। ট্রাক চালক হাসান মাহমুদ (৩৫) ও উক্ত কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাট বোদাপাড়া এলাকার ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৩০) গুরুত্বর জখম হন। তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর সূত্রের খবর, দূর্ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে আসেন এবং ট্রেনের বেশ কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে ডোমার বোড়াগাড়ী হাসপাতাল এবং রংপুর মেডিকেলের পাঠান।
কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু বলেন, আমার ইউনিয়নের মধ্যে ৩টি উন্মুক্ত রেলক্রসিং রয়েছে, তাও আবার জনবহুল এলাকায়। যেকোন মূহুর্তেই এই
রেলক্রসিংগুলোতে দূর্ঘটনা ঘটতে পারে। ঘটে যাওয়া দূর্ঘটনাটি আমাদের আশঙ্কাকেই সত্যি প্রমাণ করলো। তিনি এখানে গেটম্যানের ব্যবস্থা করার দাবি জানান।
চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, খুলনামেল ট্রেনটি চিলাহাটি রেলস্টেশন ছেড়ে যাবার ১৫ মিনিট পর দূর্ঘটনার খবর জানতে পারেন। বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকৃত
রিলিপ ট্রেনটি ইঞ্জিন ও বগি উদ্ধার করে চিলাহাটি রেলস্টেশনে নিয়ে আসে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর সন্ধ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

























