সংবাদ শিরোনাম ::
চাল নিয়ে পাকিস্তানি জাহাজ চট্টগ্রামে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
- আপডেট সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
পাকিস্তান থেকে এই বারের মতো সরকার টু সরকার চাল আমদানি হলো। চালের প্রথম চালান নিয়ে পাকিস্তানির পতাকাবাহী একটি ৫০ হাজার টন আতপ চাল এমভি সিবি জাহাজ বুধবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌছেছে।
বাকি চালানও খুব শিগগির বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। খাদ্য অধিদপ্তর সূত্র বলছে, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি-রপ্তানি কার্যক্রম থাকলেও গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে এই প্রথম জাহাজ এটি। অবশ্য বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি হচ্ছে। আবার সম্প্রতি দেশটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে।




















