করোনার প্রর্দুভাব কমলেও নতুন দুশ্চিতা বাড়িয়েছে ডেঙ্গু, একদিনেই আক্রান্ত ২৭০
- আপডেট সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ৩২০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ধীরে ধীরে স্বস্তিদায়ক অবস্থায় ফিরতে শুরু করেছে করোনা। আক্রান্তর তুলনায় সুস্থতার পরিমানটা দ্বিগুন। মৃত কমছে। কিন্তু নতুন দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে ডেঙ্গু। একদিনেই আক্রান্ত ২৭০ জন হাসপাতআলে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল তরফে বৃহস্পতিবার বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭০ জন ভর্তি
হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায়ই নতুন ভর্তি সংখ্যা ২৪০ জন। জেলা ও বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন।
তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৪৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ৯৩ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট সাত হাজার ২৫১ জন। একই সময়ে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৯৮২ জন।

























