একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান
- আপডেট সময় : ০৮:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
তিনি বলেন, আসন্ন নির্বাচনে শুধু ভোট প্রদানই যথেষ্ট নয়, প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হচ্ছে কি না, তা নিশ্চিত করাও জনগণের দায়িত্ব।
সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ তারিখ সকালে সবাই নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে একসঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ জনগণই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।
তারেক রহমান বলেন, ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ না করে সেখানে অবস্থান করতে হবে, যেন প্রতিটি ভোটের হিসাব কড়ায়–গণ্ডায় আদায় করা যায়। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।

হাতিয়া উপজেলার দীর্ঘদিনের প্রধান সমস্যা নদীভাঙনের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ব্লক বাঁধের মাধ্যমে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
নোয়াখালী–৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবুর রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষের প্রার্থী শামিম হবেন হাতিয়া এলাকার উন্নয়নের প্রতীক। তাকে বিজয়ী করার মাধ্যমে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
মা–বোনদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়নে নারীরা গর্বিত অংশীদার। বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি চালু করা হবে।
তারেক রহমান বলেন, বিএনপি জনগণের দল। এই দল ক্ষমতায় গেলে দেশের প্রকৃত ক্ষমতার মালিক হবে জনগণই।



















