ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

অবশেষে সাংবাদিক নাদিম হত্যার পরিকল্পনাকারী চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

সাংবাদিক হত্যার পরিকল্পনাকারী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকায় আনা হয়েছে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু ঢাকায় র‌্যাব হেফাজতে

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার পরিকল্পনাকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে দেবীগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব হেফাজতে রয়েছেন।

শনিবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মাহমুদুল আলমকে শনিবার উত্তর জনপদের পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে আটক করে র‌্যাব। তাকে ঢাকায় আনার পর জামালপুরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায়। নাদিম হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবশেষে সাংবাদিক নাদিম হত্যার পরিকল্পনাকারী চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু ঢাকায় র‌্যাব হেফাজতে

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার পরিকল্পনাকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে দেবীগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব হেফাজতে রয়েছেন।

শনিবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মাহমুদুল আলমকে শনিবার উত্তর জনপদের পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে আটক করে র‌্যাব। তাকে ঢাকায় আনার পর জামালপুরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায়। নাদিম হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।