ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন সামনে রেখে লুটের অস্ত্র উদ্ধার নিয়ে  শঙ্কা, নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ গোপালগঞ্জের শ্রমিক নেতা বাসু হত্যা: এক দশক পর পাঁচ আসামির মৃত্যুদণ্ড উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত ইরানের দিকে আরও মার্কিন সামরিক বহর: চাপ ও সমঝোতার বার্তায় বাড়ছে উত্তেজনা সেন্টমার্টিন ও টেকনাফে নবনির্মিত দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক জাতীয় স্বার্থে বৈদেশিক নীতিতে ন্যূনতম রাজনৈতিক ঐক্যের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা চট্টগ্রামের বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্রে মানবতার স্মরণে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা বেতন বাড়ানোর ক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার নির্বাচনে জনগণের আস্থা রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ড. ইউনূসের

অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা মাহফুজ আলম ও  আসিফ মাহমুদ পদত্যাগ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা মাহফুজ আলম ও  আসিফ মাহমুদ পদত্যাগ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র তাঁদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে এ দুইজনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পূর্ববর্তী সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে মোট ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদ থাকলেও সাম্প্রতিক এই পদত্যাগের ফলে ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত সদস্যের সংখ্যা আরও কমে গেল।

এর আগে ২৫ ফেব্রুয়ারি ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হিসেবে রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেন। মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরে নাহিদ ইসলামের পদত্যাগের পর তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়।

অন্যদিকে আসিফ মাহমুদ শ্রম ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে যুক্ত করা হলেও গত নভেম্বরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। দুই উপদেষ্টার পদত্যাগের পেছনের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সংশ্লিষ্ট মহলে এটি অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা মাহফুজ আলম ও  আসিফ মাহমুদ পদত্যাগ

আপডেট সময় : ০৬:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র তাঁদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে এ দুইজনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পূর্ববর্তী সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে মোট ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদ থাকলেও সাম্প্রতিক এই পদত্যাগের ফলে ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত সদস্যের সংখ্যা আরও কমে গেল।

এর আগে ২৫ ফেব্রুয়ারি ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হিসেবে রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেন। মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরে নাহিদ ইসলামের পদত্যাগের পর তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়।

অন্যদিকে আসিফ মাহমুদ শ্রম ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে যুক্ত করা হলেও গত নভেম্বরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। দুই উপদেষ্টার পদত্যাগের পেছনের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সংশ্লিষ্ট মহলে এটি অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।