ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চলছে আলপনা আঁকার ব্যস্ততা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছর পর সশরীরে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহিদ দিবস। দিন বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বের সঙ্গে পালিত হবে। আয়োজনের অংশ হিসাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের দেয়ালগুলোতে শোভা পাচ্ছে বাংলাভাষা নিয়ে নানা স্লোগান, কবিতা ও বাণী। মাতৃভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আন্দোলনরত মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ দেয় বাংলার অকুতোভয় সন্তানরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে বাঙালি ফিরে পায় ভাষা বাংলা।

করোনার দুই বছর পর সশরীরে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চলছে আলপনা আঁকার ব্যস্ততা

১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে ইউনেসকোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের পর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। একুশে ফেব্রুয়ারি প্রতিবছরই মর্যাদার সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে পালিত হয়ে আসছে। এমনকি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

সোমবার রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা মাস হিসাবে পালিত হয়। এই উপলক্ষ্যে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গা জুড়ে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা।

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চলছে আলপনা আঁকার ব্যস্ততা

লেখক-প্রকাশক আর বইপ্রেমী সাধারণ মানুষের পদচারণায় মুখরিত বইমেলা। প্রতিদিনই মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের আসছে নতুন নতুন বই। মাসজুড়ে একুশে বইমেলায় দেশ-বিদেশের ব্যাপক সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে কলকাতা থেকে আসা দর্শকের সংখ্যাই সবচেয়ে বেশি।

প্রতিবছরের ন্যায় বাইসাইকেল নিয়ে কলকতা থেকে আসা দলটি শহীদ মিনারে শ্রদদ্ধা নিবেদন করবেন। মেলার কুড়িতম দিনে আসা নতুন বইয়ের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি। এবারের মেলায় ৪ হাজারের মত নতুন বই আসবে বলে আশা কর্তৃপক্ষের। মেলায় প্রতিনিয়ত দর্শক আগমনের সংখ্যা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

দুই বছর পর সশরীরে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহিদ দিবস। দিন বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বের সঙ্গে পালিত হবে। আয়োজনের অংশ হিসাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের দেয়ালগুলোতে শোভা পাচ্ছে বাংলাভাষা নিয়ে নানা স্লোগান, কবিতা ও বাণী। মাতৃভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আন্দোলনরত মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ দেয় বাংলার অকুতোভয় সন্তানরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে বাঙালি ফিরে পায় ভাষা বাংলা।

করোনার দুই বছর পর সশরীরে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চলছে আলপনা আঁকার ব্যস্ততা

১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে ইউনেসকোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের পর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। একুশে ফেব্রুয়ারি প্রতিবছরই মর্যাদার সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে পালিত হয়ে আসছে। এমনকি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

সোমবার রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা মাস হিসাবে পালিত হয়। এই উপলক্ষ্যে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গা জুড়ে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা।

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চলছে আলপনা আঁকার ব্যস্ততা

লেখক-প্রকাশক আর বইপ্রেমী সাধারণ মানুষের পদচারণায় মুখরিত বইমেলা। প্রতিদিনই মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের আসছে নতুন নতুন বই। মাসজুড়ে একুশে বইমেলায় দেশ-বিদেশের ব্যাপক সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে কলকাতা থেকে আসা দর্শকের সংখ্যাই সবচেয়ে বেশি।

প্রতিবছরের ন্যায় বাইসাইকেল নিয়ে কলকতা থেকে আসা দলটি শহীদ মিনারে শ্রদদ্ধা নিবেদন করবেন। মেলার কুড়িতম দিনে আসা নতুন বইয়ের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি। এবারের মেলায় ৪ হাজারের মত নতুন বই আসবে বলে আশা কর্তৃপক্ষের। মেলায় প্রতিনিয়ত দর্শক আগমনের সংখ্যা বাড়ছে।