১৯৮ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে আসছে দশম ‘অক্সিজেন এক্সপ্রেস’
- আপডেট সময় : ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে
ছবি ভিডিও ভারতীয় হাইকমিশন
ভারত থেকে আমদানিকৃত আরও ১৯৮ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে দশম ‘অিেক্সজেন এক্সপ্রেস’ ট্রেনটি বাংলাদেশের পথে। ভারতের বাইরে বাংলাদেশেই প্রথমবারের মতো নজির গড়ে ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন চালু রয়েছে।
এখনও পর্যন্ত লিনডে বাংলাদেশ লিমিটেড ৯ দফায় ভারত থেকে প্রায় ১ হাজার ৮০০ টন তরল অক্সিজেন আমদানি করেছে। এটি হচ্ছে অক্সিজেনের দশম চালান। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোতে সম্ভাব্য অক্সিজেনের সংকট মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে অক্সিজেন আমদানি করছে।
বাংলাদেশে করোনার প্রার্দুভাব বেড়ে গেলে অক্সিজেন সংকট মোকাবিলায় অক্সিজেনের মজুত গড়তে সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করে হাসিনা সরকার।
এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই প্রথমবারের মতো ‘অক্সিজেন এক্সপ্রেস’ বাংলাদেশ আসে। ভারত-বাংলাদেশের মধ্যে অক্সিজেন এক্সপ্রেস চালু যা ভারতের বাইরে প্রথম কোন দেশ। গত ২৪

এপ্রিল বিশেষ এই ট্রেন পরিষেবা শুরু হয়। প্রথম চালানে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন পরিবহন করা হয়। ভারতে করোনামহামারি ব্যাপক রূপ নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ পরিচালনা হয়। দেশটির অভ্যন্তরীণ ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু রয়েছে।





















