১ নভেম্বর থেকে স্কুল পড়ুয়ারা টিকা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
ফাইল: ছবি
স্কুল পড়ুয়াদের টিকার আওতায় আনার বিষয়টি আলোচনায় ছিলো আগে থেকেই। বর্তমানে ১৮ বছর বয়সী নাগরিকদের টিকার আওতায় আনা হয়েছে। এবারে ১২-১৭ বছর বয়সী পড়ুয়াদের
করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরুর কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ১ নভেম্বর থেকে ঢাকায় পড়ুয়াদের টিকাকরণ শুরু কথা
জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রতিটি জেলায় টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নেই, সেখানে ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী
আশা করেন খুব শিগগিরই জেলা পর্যায়ে পড়ুয়াদের মাঝে টিকাকরণ শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসময় অন্য কার্যক্রমগুলোও চলমান থাকবে। স্কুলের পর্যায়ে টিকা দেওয়া কার্যক্রমও চলমান
থাকবে। প্রথমে ঢাকায় ১২ টি কেন্দ্রে দিয়ে শুরু করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র আরও বাড়ানো হবে। আমরা সে চেষ্টা করছি। সারা দেশের স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার
কার্যক্রম শুরুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রক একটি তালিকা তৈরি করে সেটা আবার আমরা আইসিটি মন্ত্রকে পাঠানো হলে তারা নিবন্ধন করবে। মন্ত্রী আশা করেন প্রতিদিন ৪০ হাজারের
মতো টিকা প্রয়োগ করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, তালিকা অনুযায়ী টিকা প্রয়োগ অব্যাহত থাকবে। আমাদের কাছে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। স্কুল পড়ুয়াদের ফাইজার টিকা দিচ্ছি। নভেম্বর মাসে আরও ৩৫ লাখ টিকা আসবে।




















