ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান ঢাকায় অনুষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ নাম লিখানোর উদ্যোগ রমজানের আগে বাজারে মূল্যচাপ, নিত্যপণ্যে ঊর্ধ্বগতি অব্যাহত সংঘবদ্ধ গোষ্ঠী  নির্বাচন বানচালে দেশজুড়ে গুপ্ত হামলা চালাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তারপরও ভারতে ম্যাচ! আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন ফারুকীর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ

সীমান্তের ১৫০ গজে কৃষক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকতে পারবে না। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই দফা উত্তেজনা ও দুই দেশের সীমান্তবাসীর সংঘর্ষের পর বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে চারটি সিদ্ধান্তগুলো মধ্যে রয়েছে, উভয়পক্ষ সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া কেউ ঢুকতে পারবে না, সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি-বিএসএফ আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করবে, উভয় দেশের মিডিয়ায় সীমান্ত সম্পর্কিত যে কোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো বন্ধ করতে হবে এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। বুধবার বাংলাদেশের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এ সৌজন্য বৈঠক হয়। বৈঠকে গুজব ছড়ানো বন্ধসহ মোট চারটি সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় ঐকমত্যের ভিত্তিতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ সীমান্তে কার্যক্রম চালাবে এবং কোনো সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনে তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তরওফে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে এবং উভয় দেশ সিদ্ধান্তগুলো মেনে চলতে একমত হয়েছে।

এর আগে গত ৬ জানুয়ারি চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর পর গত ১৮ জানুয়ারি বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ভূখন্ডে বাংলাদেশিরা অনুপ্রবেশ করে গম কেটে নিচ্ছে, এমন অভিযোগ তুলে সংঘর্ষে জড়ায় দুই দেশের সীমান্তবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তের ১৫০ গজে কৃষক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না

আপডেট সময় : ০৬:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

 

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকতে পারবে না। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই দফা উত্তেজনা ও দুই দেশের সীমান্তবাসীর সংঘর্ষের পর বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে চারটি সিদ্ধান্তগুলো মধ্যে রয়েছে, উভয়পক্ষ সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া কেউ ঢুকতে পারবে না, সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি-বিএসএফ আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করবে, উভয় দেশের মিডিয়ায় সীমান্ত সম্পর্কিত যে কোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো বন্ধ করতে হবে এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। বুধবার বাংলাদেশের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এ সৌজন্য বৈঠক হয়। বৈঠকে গুজব ছড়ানো বন্ধসহ মোট চারটি সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় ঐকমত্যের ভিত্তিতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ সীমান্তে কার্যক্রম চালাবে এবং কোনো সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনে তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তরওফে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে এবং উভয় দেশ সিদ্ধান্তগুলো মেনে চলতে একমত হয়েছে।

এর আগে গত ৬ জানুয়ারি চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর পর গত ১৮ জানুয়ারি বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ভূখন্ডে বাংলাদেশিরা অনুপ্রবেশ করে গম কেটে নিচ্ছে, এমন অভিযোগ তুলে সংঘর্ষে জড়ায় দুই দেশের সীমান্তবাসী।