সাংবাদিক হত্যায় প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
সাংবাদিক হত্যায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। বৃহস্পতিবার জামালপুরের বক্সিগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গোলাম রব্বানী নাদিম নামের এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
সমাবেশ থেকে অবিলম্বে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে তিন দিন কালোব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হত্যাকাণ্ড এ দেশে খুবই ন্যক্কারজনক একটি ঘটনা। এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি টিভি অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ‘হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হত্যাকাণ্ড এ দেশে খুবই ন্যক্কারজনক একটি ঘটনা। এ হত্যাকাণ্ডে নেপথ্য মদতদাতা ও অংশ নেওয়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। হত্যাকাণ্ডের ঘটনায় টিভি অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ‘হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।




















