সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে নির্বাচনী মাঠে এনসিপি
- আপডেট সময় : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
চোখে-মুখে তাদের সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন। নরম চাহনির আড়ালে লুকিয়ে রয়েছে দৃঢ় অঙ্গিকার। ক্যানভাসে ঝলমল করছে একঝাঁক তরুণ মুখ, যাদের হাত ধরেই চব্বিশের গণঅভ্যুত্থানের সফলতা
আমিনুল হক ভূইয়া
চোখে-মুখে তাদের সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন। নরম চাহনির আড়ালে লুকিয়ে রয়েছে দৃঢ় অঙ্গিকার। ক্যানভাসে ঝলমল করছে একঝাঁক তরুণ মুখ, যাদের হাত ধরেই চব্বিশের গণঅভ্যুত্থানের সফলতা। রক্তঝরা সেই দিনের গল্প অতীত হয় না; নানা পরিস্থিতিতে জলছাপের মতো ভেসে ওঠে সংগ্রামের দিনগুলো। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে সবুজ চত্বরে বসে খোশগল্পে মেতে থাকেনি, বরং দুঃশাসনের বিরুদ্ধে জ্বলে উঠেছিল। তাদের নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশ পেয়েছে এক নতুন পরিবেশ, যেখানে প্রত্যেকে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
পৃথিবীকে অবাক করে দিয়ে সেই তরুণ-যুবার দল আবারও পা রাখল নতুন এক অঙ্গিকার নিয়ে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে। জুলাই বিপ্লবের পর গণআন্দোলনের তরুণ নেতৃত্ব থেকেই জন্ম নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার সেই জুলাইযোদ্ধারাই নির্বাচনী মাঠে নেমেছেন গণতন্ত্র, স্বচ্ছতা ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে।
জুলাই বিপ্লবের অগ্নিঝরা দিনগুলোর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই তরুণ-যুবাদের দল। গণঅভ্যুত্থানের অগ্রভাগে থাকা এই প্রজন্ম এবার নতুন এক অঙ্গিকার নিয়ে পা রাখলো নির্বাচনী রাজনীতির মাঠে। তাদের রাজনৈতিক সংগঠন এনসিপি ঘোষণা দিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইকে সাংগঠনিক ও রাজনৈতিক পরিসরে নিয়ে যেতে চান।

জুলাই বিপ্লবের পর স্বাধীন নাগরিকদের ঐক্য থেকেই জন্ম নেয় এনসিপি। গণমানুষের প্রত্যাশা, পরিবর্তনের চেতনা এবং দুঃশাসনবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে দলটি গঠিত হয়। এনসিপি নেতারা বলছেন, রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত সেই গণজাগরণের স্পৃহাই তাদের আজকের অনুপ্রেরণা। আমরা শুধু পরিবর্তনের কথা বলব না, আমরা পরিবর্তনের পথ দেখাব।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি ইতোমধ্যে ১৫০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। তরুণ উদ্যোক্তা, শিক্ষক, কৃষিবিদ, চিকিৎসক ও প্রযুক্তিখাতের কর্মীদের অগ্রাধিকার দিয়ে গড়া হয়েছে এই প্রার্থী তালিকা। রাজধানীসহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে সংগঠনের নির্বাচনী কার্যক্রম।
এনসিপির ঘোষণাপত্রে তিনটি মূল অঙ্গিকার তুলে ধরা হয়েছে, দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি ও সমতা ভিত্তিক অর্থনীতি গঠন। পাশাপাশি শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও রয়েছে।
দলটির নেতারা বলছেন, বাংলাদেশ এখন নতুন রাজনীতির আহ্বান জানাচ্ছে, যেখানে থাকবে জনগণের নেতৃত্ব ও তরুণদের স্বপ্ন।
জুলাই বিপ্লবের চেতনায় গড়া এনসিপি সেই স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে, একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে।














