ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: কর্মকর্তাদের আর্চারিতে  চ্যাম্পিয়ন  কিবরিয়া গণতন্ত্র রক্ষার দাবিতে আমেরিকা জুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ ঝড় লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩০০ বাংলাদেশি পাটপণ্যের পুনর্জাগরণে ১০০ কোটি টাকার ফান্ড, টেকসই উন্নয়নে নতুন দিগন্তের আহ্বান কার্গো ভিলেজে আগুনে ছাই ১২ হাজার কোটি টাকার পণ্য, পুড়েছে স্বপ্নও ১ নভেম্বর থেকে এমপিও শিক্ষকদের নতুন বাড়িভাড়া ভাতা কার্যকর ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব পুরুষ আর্চারিতে চ্যাম্পিয়ন তামিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক যুগের অগ্নিকাণ্ড ঢাকার প্রধান বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ফ্লাইট ওঠানামা বন্ধ জুলাই সনদ অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ-উত্তেজনা,  মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঘটনায় ৯০০ জনের বিরুদ্ধে মামলা

লাইফ সাপোর্টে প্রবীণ রাজনীতিক পঙ্কজ  ভট্টাচার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

পঙ্কর ভট্টাচার্য : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ। ৮৩ বছর বয়সী এই রাজনীতিককে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পঙ্কজ ভট্টাচার্যের ভায়রা ডা. মানস বসু শনিবার এতথ্য জানান, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের উপমহাদেশের অন্যতম সশস্ত্র বিপ্লবী মাষ্টার দা সূর্য সেন ব্রিটিশ রাজের ফাঁসিকাষ্ঠে আত্মাহুতি দিয়েছিলেন ১৯৩৪ সালের ১২ জানুয়ারি।

চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় বাড়ির পশ্চিম পাশের আঙ্গিনায় মহান বিপ্লবীর প্রতীকি সমাধি। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একটি বকুল গাছের চারা রোপন এবং মাস্টার দা সূর্যসেন লাইব্রেরীর উদ্বোধন করেন।

সেই নোয়াপাড়ায় মাস্টার দার আত্মহুতির পাঁচ বছর পর ১৯৩৯ সালে সোনাপড়া গ্রামেই জন্ম পঙ্কজ ভট্টাচার্যের। তখন সূর্য সেনের আলোই তরুণ প্রজন্মের চেতনার আলো। তার ধানমণ্ডির বাসায় গত বছরের শেষ লাগ্নে যখন কথা হচ্ছিল, তখন তার নাকে নল লাগানো ছিল। তারপরও দরাজ গলায় কথা বলছিলেন। সেদিন স্মৃতির জানালা খুলে দিয়েছিলেন পঙ্কজ বাবু। ৬ ফুটের ওপরে লম্বা এবং চওড়া বুকের অধিকারী মানুষটি জানালেন, বাল্যবেলায় বড়দের সঙ্গে যখন পুজোর মেলায় যেতেন তখন মেলা থেকে কিনে আনতে মাটি দিয়ে বানানো সূর্য সেন এর মূর্তি।

সূর্য সেন তখন ঘরে বাইরে মননে মজ্জায় দাগ কাটছে মুক্তিপ্রাণ প্রতিটি মানুষের। একেবারে বাল্যবেলায় হৃদয়ে সূর্যসেনের বিপ্লব গেঁথেই জীবন শুরু করলেন পঙ্কজ বাবু। লেখাপড়া শুরু সূর্যসেনের বাল্যবেলার স্কুল নোয়াপাড়ার দয়াময়ী স্কুলে। শিক্ষাব্রতী পিতা প্রফুল্লকুমার ভট্টাচার্য আর স্বদেশী আন্দোলনের নেতাদের এক আশ্রয়স্থল মনিকুন্তলা দেবীর সন্তান হিসেবে তার বাল্যবেলার সমস্ত শিক্ষার মধ্যেই ছিল প্রকৃত জীবনবোধ, দেশাত্ববোধ আর মানবিকতা। বাহ্যিক ধন সম্পদ ও বিত্তের চর্চা গোটা পরিবারটিতেই ছিল না। ছিল আদর্শের বৈভব আর নৈতিকতার চর্চা। ছিল ইংরেজ দুঃশাসনের বিরুদ্ধে গভীর এক প্রতিবাদী চেতনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাইফ সাপোর্টে প্রবীণ রাজনীতিক পঙ্কজ  ভট্টাচার্য

আপডেট সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ। ৮৩ বছর বয়সী এই রাজনীতিককে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পঙ্কজ ভট্টাচার্যের ভায়রা ডা. মানস বসু শনিবার এতথ্য জানান, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের উপমহাদেশের অন্যতম সশস্ত্র বিপ্লবী মাষ্টার দা সূর্য সেন ব্রিটিশ রাজের ফাঁসিকাষ্ঠে আত্মাহুতি দিয়েছিলেন ১৯৩৪ সালের ১২ জানুয়ারি।

চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় বাড়ির পশ্চিম পাশের আঙ্গিনায় মহান বিপ্লবীর প্রতীকি সমাধি। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একটি বকুল গাছের চারা রোপন এবং মাস্টার দা সূর্যসেন লাইব্রেরীর উদ্বোধন করেন।

সেই নোয়াপাড়ায় মাস্টার দার আত্মহুতির পাঁচ বছর পর ১৯৩৯ সালে সোনাপড়া গ্রামেই জন্ম পঙ্কজ ভট্টাচার্যের। তখন সূর্য সেনের আলোই তরুণ প্রজন্মের চেতনার আলো। তার ধানমণ্ডির বাসায় গত বছরের শেষ লাগ্নে যখন কথা হচ্ছিল, তখন তার নাকে নল লাগানো ছিল। তারপরও দরাজ গলায় কথা বলছিলেন। সেদিন স্মৃতির জানালা খুলে দিয়েছিলেন পঙ্কজ বাবু। ৬ ফুটের ওপরে লম্বা এবং চওড়া বুকের অধিকারী মানুষটি জানালেন, বাল্যবেলায় বড়দের সঙ্গে যখন পুজোর মেলায় যেতেন তখন মেলা থেকে কিনে আনতে মাটি দিয়ে বানানো সূর্য সেন এর মূর্তি।

সূর্য সেন তখন ঘরে বাইরে মননে মজ্জায় দাগ কাটছে মুক্তিপ্রাণ প্রতিটি মানুষের। একেবারে বাল্যবেলায় হৃদয়ে সূর্যসেনের বিপ্লব গেঁথেই জীবন শুরু করলেন পঙ্কজ বাবু। লেখাপড়া শুরু সূর্যসেনের বাল্যবেলার স্কুল নোয়াপাড়ার দয়াময়ী স্কুলে। শিক্ষাব্রতী পিতা প্রফুল্লকুমার ভট্টাচার্য আর স্বদেশী আন্দোলনের নেতাদের এক আশ্রয়স্থল মনিকুন্তলা দেবীর সন্তান হিসেবে তার বাল্যবেলার সমস্ত শিক্ষার মধ্যেই ছিল প্রকৃত জীবনবোধ, দেশাত্ববোধ আর মানবিকতা। বাহ্যিক ধন সম্পদ ও বিত্তের চর্চা গোটা পরিবারটিতেই ছিল না। ছিল আদর্শের বৈভব আর নৈতিকতার চর্চা। ছিল ইংরেজ দুঃশাসনের বিরুদ্ধে গভীর এক প্রতিবাদী চেতনা।