রাতেই ওমানের পথে উড়াল দেবে মাহমুদউল্লাহরা
- আপডেট সময় : ০৭:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ৩৪৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
রাতেই ওমানের পথে উড়াল দেবে মাহমুদউল্লাহরা। উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এতে টাইগারদের নির্ধারিত
সময়ে ওমান যাত্রা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সব শঙ্কা কাটিয়ে রবিবার রাতেই ওমানের পথে ঢাকা ছাড়বে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দল।
তবে গন্তব্যস্থল হবে মাস্কাটের পরিবর্তে সালালা এয়ারপোর্ট। যেখান থেকে মাস্কাট বিমানবন্দরের দূরত্ব বিমানপথে প্রায় দেড় ঘণ্টার।
মূলত মাস্কাট বিমানবন্দরে অবতরণ করার কথা যে ফ্লাইটগুলোর, সেগুলোই হাজার কিলোমিটার দুরের সালালা বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ দল তাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রাত পৌনে এগারোটার ফ্লাইটেই বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে।
একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর
রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।





















