ISIS-chief : মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী অভিযানে জঙ্গি সংগঠন আইএস প্রধান নিহত
- আপডেট সময় : ০৮:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৩৪৭ বার পড়া হয়েছে
ছবি-আইসিস প্রধান
সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী অভিযানে আইসিস প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি নিহত হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই অভিযানে আমেরিকার বাহিনীর সদস্যরা সুরক্ষিত রয়েছেন বলেও দাবি করেছেন বাইডেন।
হোয়াইট হাউজের তরফে জো বাইডেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমেরিকার মানুষ ও আমাদের বন্ধুদের রক্ষা করতে এবং বিশ্বকে সুরক্ষিত জায়গায় পরিণত করতে আমার নির্দেশে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে উত্তর-পশ্চিম সিরিয়ায় সাফল্যের সঙ্গে সন্ত্রাস-বিরোধী অভিযান চালায় মার্কিন সামরিক বাহিনী। সশস্ত্র বাহিনীর দক্ষতা এবং সাহসিকতার কারণে আইসিস প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশিকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছি আমরা।
President Biden, Vice President Harris and members of the President’s national security team observe the counterterrorism operation responsible for removing from the battlefield Abu Ibrahim al-Hashimi al-Qurayshi — the leader of ISIS. pic.twitter.com/uhK75WeUme
— The White House (@WhiteHouse) February 3, 2022
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে ইসলামিক স্টেটের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর পর আল-কুরেশিকে সংগঠনটির উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছিল। জঙ্গি সংগঠন আইসিসের দায়িত্ব গ্রহণ করেছিল ইরাকি আল-কুরেশি।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্ক সীমান্তের কাছে আতমেহ এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। মধ্যরাতে একাধিক হেলিকপ্টার অবতরণ করে।
শোনা যায় গুলি এবং বিস্ফোরণের আওয়াজ। নারী এবং শিশুদের সেই এলাকা ছেড়ে যাওয়ার জন্য মার্কিন বাহিনীর তরফে আহ্বান জানানো হয়। এ অভিযানে চারজন নারী এবং ছয় শিশু-সহ কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে মার্কিন প্রশাসনের তরফে প্রাথমিকভাবে মৃতের সংখ্যা উল্লেখ করা হয়নি।



















