ভিসার ছাড়াই পাকিস্তান ভ্রমণ বাংলাদেশিদের

- আপডেট সময় : ০৯:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা (এমইউ) স্বাক্ষরের কথা রয়েছে
এখন বাংলাদেশি নাগরিকের পাকিস্তান ভ্রমণে কোন ভিসার প্রয়োজন হবে না। পাকিস্তানের সঙ্গে ৫ বছরের জন্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে ইউনূস সরকার। যেখানে বলা হয়েছে, সরকারী অফিসিয়ার ও কূটনীতিক পাসপোর্ট রয়েছে, এমন ব্যক্তির পাকিস্তান ভ্রমণে কোন রকমের ভিসার প্রয়োজন হবে না।
একদিকে চারদিনের সফরে ঢাকা পৌছেছেন পাকিস্তান্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তার এই সফরকালীন ৪টি সমঝোতা (এমইউ) স্বাক্ষরের কথা রয়েছে। তার সফরের প্রথম দিনেই বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৫ বছরের জন্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে ইউনূস সরকার।
যা কিনা সরকারী ও কূটনীতিক পাসপোর্টধারী নাগরিকের পাকিস্তান ভ্রমণে এখন থেকে কোন ভিসার প্রয়োজন হবে না। দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ৪ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাকে স্বাগত জানান।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো থাকবে আলোচনার টেবিলে। চব্বিশের ৫ আগস্টের পর ঢাকার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ বেড়েছে বহুগুণ।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কও আগের তুলনায় জোরালো হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার ঢাকা-ইসলামাবাদের মধ্যে কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্ট রয়েছে, এমন বাংলাদেশি নাগরিকরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। ৫ বছরের জন্য এই চুক্তি অনুমোদন দিয়েছে ইউনূস সরকার। এদিন ৪দিনের সফরে পাক বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের ঢাকা সফর করছেন।
এই সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা। সফরকালীন বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ কোম্পানি এবং ইস্পাত কারখানা পরিদর্শনের কথা রয়েছে।
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে জাম কামাল খান বৈঠক করেন। বৈঠকে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসায় দুই দেশের বাণিজ্য কার্যক্রম বেড়েছে বলে জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।