বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলন করতে পারে না, তারা আন্দোলনের নামে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশে পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে ২০১৩, ১৪ ও ১৫ সালে এবং পরবর্তী বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাসের নামে যারা মানুষ হত্যা করেছে, এতোদিন আত্মগোপনে ছিল, এলাকা ছাড়া ছিল, তাদের আবার গ্রামে গঞ্জে এনে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য করা ।
মন্ত্রী আরও বলেন, রাজনীতির নামে আর যেন অগ্নি সন্ত্রাস এবং জীবন্ত মানুষ পোড়াতে না পারে, সরকারী দল হিসেবে সতর্ক অবস্থানে থাকতে আজ আওয়ামী লীগ সারা দেশে শান্তি সমাবেশ করছে।
এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ অন্যরা।




















