বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
- আপডেট সময় : ১২:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখাই বর্তমান পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি এড়ানোর সর্বোত্তম উপায়।
মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকলে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে, তা বিবেচনায় রেখেই ভারত নিজের অবস্থান নির্ধারণ করবে।
এ ক্ষেত্রে এখনই কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না, সে বিষয়ে পরিস্থিতিভিত্তিক মূল্যায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী–তিন বাহিনীই বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রেখেছে। তিনি জানান, তিনি নিজে নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি অন্যান্য সামরিক ও কূটনৈতিক মাধ্যমেও যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি জানান, সম্প্রতি ভারত থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছে। একইভাবে ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও পারস্পরিক যোগাযোগ বজায় রেখেছেন।
জেনারেল দ্বিবেদী বলেন, এই যোগাযোগের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক আস্থা বজায় রাখা এবং কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সুযোগ না দেওয়া। তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় বাহিনীর নেওয়া প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো কোনোভাবেই বাংলাদেশের বিরুদ্ধে নয়।
তিনি আরও বলেন, সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং ভারতসহ সব দেশই নিজেদের নিরাপত্তা প্রস্তুতি জোরদার করে থাকে। বর্তমান পরিস্থিতিতে ভারত সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।



















