বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
- আপডেট সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
লাখো মুসল্লির কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ নদের তীর। শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। এদিন আল্লাহু আকবার ধ্বনিতে ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীর ও গোটা ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। জুম্মার নামাজ আদায় শেষে মোনাজাত ধরে কান্নায় ভেঙ্গে পড়েন হাজারো মুসল্লি। তারা নিজেদের কৃতকর্মের জন্য আল্লহর দরবারে পানাহ চান।
শুক্রবার ৫৭তম বিশ্ব ইজতেমায় ৬৪ জেলার মধ্যে প্রথম পর্বে ৩২ জেলার মানুষ যোগ দিয়েছেন। লাখো মুসল্লির পদভারে মুখরিত ইজতেমা ময়দান। ইজতেমার মূল সামিয়ানায় স্তান না পেয়ে পাশের রাস্তায় এমন কি ঢাকা-ময়মনসিং রোডে স্মরণকালের জুম্মার নামাজের জামাতে অংশ নেন মুসল্লিরা। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জু’মার নামাজে অংশ নিতে ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই ঢাকার আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে।

দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। ১টা ৪০ মিনিটে শুরু হওয়া স্মরণকালে সবচে বড় জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের।টঙ্গীর বিভিন্ন উচু ভবনের ছাদ ও নৌকা থেকেও মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে সুযোগ পেরেছেন পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জু’মার নামাজে শরিক হয়েছেন।
এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার শুরু হয় ইজতেমার মূল কাজ। রবিবার আখেরি মোনাজাতের মাধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে থেকে ১১ ফেব্রুয়ারি শেষ হবে দ্বিতীয় পর্ব।



















