বাংলাদেশে ঈদে ৫ এবং পূজায় ২ দিনের ছুটি করার প্রস্তাব ওঠবে উপদেষ্টা পরিষদ সভায়
- আপডেট সময় : ০৯:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে
আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব করেছে।
বর্তমানে ঈদের ছুটি তিন দিন হলেও কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। আর এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল।
সরকারি সূত্রের খবর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব বৃহস্পতিবার ১৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবে দুই ঈদে ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব ছাড়াও দুর্গাপূজার ছুটি দুই দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে অভাস পাওয়া গেছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি। তবে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কিছু বলেনি কমিটি।



















