ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ছিনতাই হওয়া ‘২৯০ ভরি’ স্বর্ণ উদ্ধার, সাবেক পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬ নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের সক্রিয়তা জরুরি: নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রের ৪৫ মিলিয়ন ডলার সহায়তায় থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি জোরদার ট্রাম্পের যুদ্ধংদেহী হুমকির মুখে ডেনমার্কের কঠোর বার্তা: গ্রিনল্যান্ডে হামলা হলে আগে গুলি, পরে আলাপ স্বেচ্ছাসেবক দল নেতার হত্যায় নতুন সিসিটিভি ফুটেজ, শুটারদের চেহারা আরও স্পষ্ট: পুলিশ খালেদা জিয়া উপমহাদেশের গণতন্ত্রকামী মানুষের অবিসংবাদিত নেতা: শামা ওবায়েদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ও প্রভাবশালী রাষ্ট্রনায়ক: নুরুজ্জামান লিটন সীমান্ত অভিযানে অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ভালো নেই সুন্দরবনের বাঘ- হরিণ: চোরা শিকার, ফাঁদ আর নীরব সংকট

নির্বাসনের ছায়া পেরিয়ে ঘরে ফেরা: জাইমা রহমানের নতুন অধ্যায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

জাইমা রহমান: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ১৩ বছর বয়সে হঠাৎ থমকে গিয়েছিল জাইমা রহমানের শৈশব। স্কুল, বন্ধু, পরিচিত আঙিনাসবকিছু পেছনে ফেলে বাবার সঙ্গে দেশ ছাড়তে হয়েছিল তাকে। কোনো অপরাধ নয়, কোনো দোষও নয়, অপরাধ ছিল একটাই, তিনি তারেক রহমানের কন্যা, বেগম খালেদা জিয়ার আদরের নাতনি। নির্বাসনের সেই দিনগুলো শিশুমনের ওপর রেখে গিয়েছিল গভীর ছাপ।

দীর্ঘ বছর পর, আগামী ২৫ ডিসেম্বর সেই নির্বাসনের অবসান ঘটছে। বাবার সঙ্গেই একই ফ্লাইটে দেশে ফিরছেন জাইমা রহমান। সময় বদলেছে, ইতিহাসের চাকা ঘুরেছে, আর বদলেছে জাইমার জীবনও। আজ তিনি ৩০ বছরের এক উজ্জ্বল তরুণী; আত্মবিশ্বাসী, মার্জিত, স্থিরচেতা।

ব্রিটেনে বড় হওয়া জাইমা কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ২০১৯ সালে Call to the Bar সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য ব্রিটিশ ফার্মে আইনজীবী হিসেবে কর্মরত।

রাজনীতির উত্তরাধিকার রক্তে থাকলেও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত নন। তবে সম্প্রতি বিএনপির সাইবার টিমের সঙ্গে এক অনলাইন বৈঠকে তার বিশ্লেষণ দিকনির্দেশনা রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে, এই তরুণীর রাজনৈতিক সচেতনতা উপলব্ধিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন। এমনকি তাঁর সবচেয়ে আপন সঙ্গী, আদরের বিড়ালজেবুকেও সঙ্গে নেওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ। ছোট এই তথ্যটুকুই বলে দেয়, এই ফেরা কেবল রাজনৈতিক বা আনুষ্ঠানিক নয়, এটি গভীরভাবে ব্যক্তিগত, আবেগে ভরা।

শৈশবে যে দেশ তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দেশেই আজ তিনি ফিরছেন নতুন পরিচয়েএকজন সফল আইনজীবী, এক প্রজন্মের প্রতীক। নির্বাসনের সন্তান থেকে আত্মমর্যাদার প্রতিচ্ছবি হয়ে।
এই ফেরা শুধু ফিরে আসা নয়ইতিহাসের সামনে দাঁড়িয়ে নীরব কিন্তু দৃঢ় এক উত্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাসনের ছায়া পেরিয়ে ঘরে ফেরা: জাইমা রহমানের নতুন অধ্যায়

আপডেট সময় : ০৬:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

মাত্র ১৩ বছর বয়সে হঠাৎ থমকে গিয়েছিল জাইমা রহমানের শৈশব। স্কুল, বন্ধু, পরিচিত আঙিনাসবকিছু পেছনে ফেলে বাবার সঙ্গে দেশ ছাড়তে হয়েছিল তাকে। কোনো অপরাধ নয়, কোনো দোষও নয়, অপরাধ ছিল একটাই, তিনি তারেক রহমানের কন্যা, বেগম খালেদা জিয়ার আদরের নাতনি। নির্বাসনের সেই দিনগুলো শিশুমনের ওপর রেখে গিয়েছিল গভীর ছাপ।

দীর্ঘ বছর পর, আগামী ২৫ ডিসেম্বর সেই নির্বাসনের অবসান ঘটছে। বাবার সঙ্গেই একই ফ্লাইটে দেশে ফিরছেন জাইমা রহমান। সময় বদলেছে, ইতিহাসের চাকা ঘুরেছে, আর বদলেছে জাইমার জীবনও। আজ তিনি ৩০ বছরের এক উজ্জ্বল তরুণী; আত্মবিশ্বাসী, মার্জিত, স্থিরচেতা।

ব্রিটেনে বড় হওয়া জাইমা কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ২০১৯ সালে Call to the Bar সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য ব্রিটিশ ফার্মে আইনজীবী হিসেবে কর্মরত।

রাজনীতির উত্তরাধিকার রক্তে থাকলেও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত নন। তবে সম্প্রতি বিএনপির সাইবার টিমের সঙ্গে এক অনলাইন বৈঠকে তার বিশ্লেষণ দিকনির্দেশনা রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে, এই তরুণীর রাজনৈতিক সচেতনতা উপলব্ধিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন। এমনকি তাঁর সবচেয়ে আপন সঙ্গী, আদরের বিড়ালজেবুকেও সঙ্গে নেওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ। ছোট এই তথ্যটুকুই বলে দেয়, এই ফেরা কেবল রাজনৈতিক বা আনুষ্ঠানিক নয়, এটি গভীরভাবে ব্যক্তিগত, আবেগে ভরা।

শৈশবে যে দেশ তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দেশেই আজ তিনি ফিরছেন নতুন পরিচয়েএকজন সফল আইনজীবী, এক প্রজন্মের প্রতীক। নির্বাসনের সন্তান থেকে আত্মমর্যাদার প্রতিচ্ছবি হয়ে।
এই ফেরা শুধু ফিরে আসা নয়ইতিহাসের সামনে দাঁড়িয়ে নীরব কিন্তু দৃঢ় এক উত্তর।